প্রিন্ট এর তারিখঃ Jan 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
বিএনপি কথার চেয়ে কাজে বিশ্বাসী বলেই ধানের শীষের পক্ষে গণজোয়ার: টুকু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী বলেই ধানের শীষ প্রতীকের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল–৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে তোরাপগঞ্জের গপ্পের বাজার এলাকায় টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ধানের শীষ মার্কা আমার ব্যক্তিগত কোনো মার্কা নয়। এই মার্কা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের মার্কা। সেই ঐতিহাসিক মার্কার পক্ষে আজ সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কারণ মানুষ বিএনপিকে ভালোবাসে, আর বিএনপিও সবসময় মানুষের পাশে থেকেছে।
বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী জানিয়ে তিনি বলেন, আমরা শুধু কথা বলি না, আমরা কাজ করি। এ কারণেই মানুষের আস্থা ও ভালোবাসা বিএনপির প্রতি। তিনি নির্বাচিত হলে টাঙ্গাইল সদরের অসমাপ্ত কাজগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। টুকু বলেন, সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল মাহমুদুল হাসানের যেসব কাজ অসমাপ্ত রয়েছে, সেগুলো আমি সবার আগে সম্পন্ন করব। বিশেষ করে যমুনা নদীর বেরিবাঁধ এবং মাহমুদনগরের ব্রিজ। ইতোমধ্যে এসব কাজের অগ্রগতি শুরু হয়েছে।
নারী ও পরিবারকল্যাণের বিষয়ে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, মা-বোনদের জন্য বিএনপির পক্ষ থেকে প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। বিএনপি যা বলে, তা বাস্তবায়ন করে দেখায়।যুব সমাজের উদ্দেশে টুকু বলেন, আমাদের সবচেয়ে বড় শক্তি যুবকরা। আমি সর্বোচ্চ চেষ্টা করব, যাতে টাঙ্গাইল সদরে একজন শিক্ষিত যুবকও বেকার না থাকে। কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমার প্রধান লক্ষ্য।
জনপ্রতিনিধিদের নাগালের বাইরে থাকার অভিযোগ প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অনেকে বলেন, নির্বাচিত হলে এমপিদের খুঁজে পাওয়া যায় না। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই—আমি নির্বাচিত হলে আমাকে খুঁজতে হবে না। ইনশাআল্লাহ, আমিই আপনাদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজব। আপনাদের আমার কাছে আসতে হবে না, আমিই আপনাদের কাছে যাব।”এদিন কাকুয়া ইউনিয়নের নির্বাচনী সভার পাশাপাশি কাতুলি ইউনিয়নের একাধিক এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন সুলতান সালাউদ্দিন টুকু। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সুখ-দুঃখ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ ও পথসভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় প্রার্থীকে কাছে পেয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কর্মসূচির বিভিন্ন পর্যায়ে টাঙ্গাইল সদর আসনের উন্নয়ন, কর্মসংস্থান, নাগরিক সেবা ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় গুরুত্ব পায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com